Last Updated: February 26, 2012 17:20

সিডনিতে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেল ভারত। ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫৩ রান। কিন্তু ১৬৫ রানে অলআউট হয়ে যান ধোনিরা। সিরিজে টিকে থাকতে গেলে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বোনাস পয়েন্ট নিয়ে হারাতে হবে ভারতকে।
এদিন টসে জিতে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া করে নয় উইকেটে ২৫২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বেচ্চ ৬৮ রান করেন ওয়ার্নার। এছাড়াও ডেভিড হাসি ৫৪ এবং ওয়েড ৫৬ রান করেন। ভারতের পক্ষে সেওয়াগ ৩টি এবং প্রবীণকুমার ও উমেশ যাদব ২টি করে উইকেট পেয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ডেভিড ওয়ার্নার।
First Published: Sunday, February 26, 2012, 17:23