Last Updated: October 29, 2011 21:39

ইংল্যান্ডের কাছে ছয় উইকেটে হারল ধোনির ভারত।ভারত সফরে এটাই ইংল্যান্ডের প্রথম জয়।প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো কুড়ি রান করে ভারত।ভারতের হয়ে রায়না উনচল্লিশ আর ধোনি একুশ রান করেন।মনোজ তেওয়ারি পনেরো রানে আউট হন।জবাবে আট বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।উনচল্লিশ বলে তিপান্ন রানের দুরন্ত খেলেন কেভিন পিটারসন।
First Published: Saturday, October 29, 2011, 21:49