মেলবোর্ন টেস্টে হার ভারতের, India loses Melbourne test

মেলবোর্ন টেস্টে হার ভারতের

মেলবোর্ন টেস্টে হার ভারতেরমেলবোর্ন টেস্টে হেরে গেল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের চতুর্থ দিনে ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ছিল ২৯২ রান। জবাবে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায় ভারত। ১২২ রানে হেরে সিরিজে ০-১ ফলে পিছিয়ে গেল ধোনির দল। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪০ রানে। হাসি ৮৯ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে ২৪০ রানে পৌঁছে দেয় প্যাটিনসনের ৩৭ রান। জবাবে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই সেওয়াগের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেওয়াগ আউট হন মাত্র ৭ রানে। লাঞ্চের পর শুরু ধোনিদের তথাকথিত বিশ্বসেরা ব্যাটিং লাইন আপের বিপর্যয়ের ফটোসেশন। গম্ভীর ১৩, লক্ষ্মণ ১, দ্রাবিড় ১০ রানে আউট। চাপের মুখে ব্যর্থ সচিন তেন্ডুলকর। বত্রিশ রানে সেই সিডলের বলেই আউট মাস্টারব্লাস্টার। কোহলি শূন্য রানে আউট হন। শেষদিকে কিছুটা লড়াই চালান ধোনি ও অশ্বিন। অবশেষে ১৬৯ রানে অলআউট ভারত। দ্বিতীয় ইনিংসে ৫০ ওভারও ব্যাট করতে পারলনা ভারত। প্যাটিনসন চার ও সিডল তিন উইকেটের সৌজন্যে ভারতের টপঅর্ডার দাঁড়াতেই পারেনি।







First Published: Thursday, December 29, 2011, 17:47


comments powered by Disqus