আজারবাইজানের কাছেও হার ভারতের

আজারবাইজানের কাছেও হার ভারতের

আজারবাইজানের কাছেও হার ভারতেরওমান ম্যাচের হারের ধাক্কা আজারবাইজান ম্যাচেও সামলাতে পারলনা ভারতীয় ফুটবল দল। হোম ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারাল বার্তি ফোক্সের দল। খেলার প্রথমার্ধেই দুগোল করে এগিয়ে যায় আজারবাইজান। গোলরক্ষক শুভাসিষের সঙ্গে ভুল বোঝাবুঝিতে প্রথম গোলটি খায় ভারত। দ্বিতীয় গোলটি খায় পেনাল্টি থেকে। তারপর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপালেও একাধিক গোলের সুযোগ নষ্ট করে ভারতীয় দল। তবে কোন সময়েই দানা বাঁধেনি ভারতীয় দলের আক্রমণ। প্রয়াত শৈলেন মান্নাকে শ্রদ্ধা জানাতে হাতে কালো ব্যাজ পরে মাঠে নামে ভারতীয় দল।





First Published: Tuesday, February 28, 2012, 00:21


comments powered by Disqus