Last Updated: March 13, 2012 20:55

কাঠমান্ডু থেকে একরাশ লজ্জা নিয়ে ফিরছে ভারতীয় ফুটবল দল। গ্রুপ লিগের শেষ ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৪-০ গোলে হেরে গেলেন স্যাভিও মেদেইরার ছেলেরা। দুই অর্ধে দুটি করে গোল করে উত্তর কোরিয়া।
মঙ্গলবারের ম্যাচ ছিল ভারতের কাছে সম্মানরক্ষার ম্যাচ। কিন্তু গত বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সুনীলরা হতশ্রী পারফরম্যান্স তুলে ধরেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি কোচ স্যাভিওকে কিছুটা বাধ্য হয়েই তুলে নিতে হয় অধিনায়ক সুনীল ছেত্রীকে। ৩টে ম্যাচে ৮টি গোল হজম করতে হয়েছে ভারতকে। একবারও বিপক্ষের জালে বল জড়াতে পারেননি সুনীল ছেত্রীরা।
First Published: Tuesday, March 13, 2012, 20:55