Last Updated: November 26, 2012 11:37

মুম্বই টেস্ট জিতল ইংল্যান্ড। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই ওখাংখেড়েতে দশ উইকেটে ম্যাচ জিতে নেয় কুকবাহিনী। মুম্বই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।
চতুর্থ দিন সকালে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪২ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন গম্ভীর। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট পান মন্টি পানেসর। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১১টি উইকেট। গোটা ম্যাচে ১৯টি উইকেট পেয়েছেন ইংরেজ স্পিনাররা।
জয়ের জন্য ৫৭ রান দরকার ছিল ইংল্যান্ডের। কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্পিনিং ট্র্যাক তৈরির পরিকল্পনা ব্যুমেরাং হয়ে ফিরল সচিনদের কাছে। সিরিজের তৃতীয় টেস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে।
First Published: Monday, November 26, 2012, 11:37