পারথেও লজ্জার হার ভারতের

পারথেও লজ্জার হার ভারতের

পারথেও লজ্জার হার ভারতের সিডনির পর পারথেও ইনিংসে হারল ধোনিবাহিনী। টেস্টের তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির পরই ইনিংস আর ৩৭ রানে হেরে যায় ভারতীয় দল। মাত্র ১৭১ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিন ইনিংসে হার বাঁচানোই ছিল ভারতের প্রাথমিক লক্ষ্য। কিন্তু কোহলি আর দ্রাবিড়ের পার্টনারশিপও ভারতের ইনিংসে হার বাঁচাতে পারেনি। ৪৭ রানে আউট হন দ্রাবিড়। গত দশ ইনিংসে আটবার বোল্ড হলেন দ্য ওয়াল। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন বিরাট কোহলি। ফের ব্যর্থ অধিনায়ক ধোনি। ভারতের ৪ জন ব্যাটসম্যান কোন রান না করে প্যাভিলিয়ানে ফেরেন। অস্ট্রেলিয়ার হয়ে হিনফেনহাস ৪টি আর সিডল ৩ উইকেট পান। বিদেশের মাটিতে এই নিয়ে টানা ৭ টেস্ট হারল ভারত।

First Published: Sunday, January 15, 2012, 12:29


comments powered by Disqus