Last Updated: August 31, 2012 09:42

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লক্ষ্যে নেমেছে ভারত। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। দ্বিতীয় টেস্টেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
প্রথম টেস্টে সহজ জয় পেলেও বেঙ্গালুরুতে কিউইদের বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে নারাজ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডে ক্রিস মার্টিনের জায়গায় দলে এসেছেন ডানহাতি পেসার টিম সউদি। তবে হায়দরাদের দলই অপরিবর্তিত রেখেছে ভারত। এদিন পিট দেখার পরই দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন ধোনি।
First Published: Friday, August 31, 2012, 09:45