ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন স্নোডেন, প্রত্যাখ্যান খুরশিদের

ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন স্নোডেন, প্রত্যাখ্যান খুরশিদের

ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন স্নোডেন, প্রত্যাখ্যান খুরশিদের আমেরিকার বর্তমানে মোস্ট ওয়ান্টেড এডওয়ার্ড স্নোডেন ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। মঙ্গলবার এমনটাই দাবি করা হল উইকিলিকসের পক্ষ থেকে। ভারত সহ মোট ২০টি দেশের কাছে আশ্রয় চেয়েছেন স্নোডেন। তবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সলমন খুরশিদ সরাসরি জানিয়ে দিলেন ভারত আশ্রয় দেওয়ার জন্য কোন `খোলা বাড়ি` নয়। তবে কানে শোনা কোনও খবরের উপর এর থেকে বেশি মন্তব্য করতে চাননি খুরশিদ।

উইকিলিকসে স্নোডেনের আইনি পরামর্শদাতা সারা হ্যারিসন স্নোডেনের হয়ে ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বেশ কিছু দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

ভারত ছাড়াও চিন, ব্রাজিল, বলিভিয়া, কিউবা, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, রাশিয়া, স্পেন, ভেনেজুয়ালা, নিকারাহুয়া, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ডের কাছে আশ্রয়প্রার্থী স্নোডেন। মঙ্গলবার উইকিলিকসের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এই ১৯টি দেশ ছাড়া স্নোডেন আগেই ইকুয়েডর এবং আইসল্যান্ডের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন।

First Published: Tuesday, July 2, 2013, 13:00


comments powered by Disqus