Last Updated: March 20, 2012 23:22

নিষ্ফলা গেল পাকিস্তানের বিরুদ্ধে `বিরাট` জয়। শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত।
এদিন গ্রুপ লিগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে দেওয়ার ফলে ভারতের ফাইনালে ওঠার যাবতীয় আশা শেষ হয়ে গেল। এই জয়ের ফলে ভারত এবং বাংলাদেশের পয়েন্ট সংখ্যা সমান হয়ে যায়। কিন্তু গ্রুপ লিগে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। সেই হিসাবে ভারতকে বিদায় নিতে হয়। এদিন শ্রীলঙ্কা প্রথম ব্যাট করে ২৩২ রান তোলে। বৃষ্টির জন্য খেলা প্রায় দু`ঘন্টা বন্ধ থাকে। এরপর শুরু হলে ডাকওয়ার্থ লুইসে ৪০ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২১২। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে এই রান তুলে নেয় বাংলাদেশ।
First Published: Wednesday, March 21, 2012, 09:25