Last Updated: June 15, 2013 14:47

পাকিস্তান-১৬৫ (৩৯.৪ ওভারে), ভারত- ১০২/২ (২২ ওভার)
ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জয়ী ৮ উইকেটে, ম্যাচের সেরা-ভূবনেশ্বর কুমার।
নীচে দেখুন বাংলায় লাইভ স্কোরবোর্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ ম্যাচে অনায়াসে জয় পেল ভারত। বারবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ লিগে তিনটে ম্যাচেই জিতল ধোনর দল। যে কোনও আইসিসি প্রতিযোগিতায় যা ভারতের কাছে বেশ বিরল ঘটনা। গ্রুপ লিগের তিনটে ম্যাচই প্রমাণ করল ধোনির ভারত ঠিক কতটা তেঁতে রয়েছে। সেই আগুনেই পুড়ে গেলেন মিসবারা।
পুরো ম্যাচেই প্রাধান্য দেখাল ভারত। একটা সময় ম্যাচটা ভারত বনাম পাকিস্তান থেকে সরে গিয়ে ভারত বনাম বৃষ্টি হয়ে গিয়েছিল। শেষ অবধি অবশ্য খেলা সম্পূর্ণ হল কোনও মতে। তবে শিখর ধাওয়ান, কোহলিরা যেরকমভাবে রান তাড়া করছিলেন তাতে পুরো খেলা হবে হাততালি দেওয়ার আরও সুযোগ থাকত।
অন্যদিকে দারুণ হতাশ করল পাকিস্তান। বিতর্কের মেঘ কাঁধে নিয়েই মিসবারা ইংল্যান্ডে এসেছিলেন। বিতর্কের মেঘ থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিরা বজ্রপাত ঘটান সে কথা সবারই জানা। কিন্তু এবার হল ঠিক উল্টো। গ্রুপ লিগের তিন ম্যাচে তিনটেতে হেরে শূণ্য হাতে বাড়ি ফিরবেন মিসবারা। ভারতের আবার ঠিক উল্টো। তিনটের মধ্যে তিনটেতে জিতেই হ্যাটট্রিক করে বসলেন ধোনিরা।
পাকিস্তান |
নাসির জামশেদ, কামরান আকমাল, মহম্মদ হাফিজ, আসাদ সাফিক, উমর আমিন, মিসবা উল হক, শোয়েব মালিক, ওয়াব রিয়াজ, জুনেইদ খান, মহম্মদ ইরফান, সৈইদ আজমল |
ব্যাটিং স্কোর |
নাসির জামশেদ |
ক্যাচ রায়না বল কুমার |
২ |
কামরন আকমল |
ক্যাচ কোহলি বল অশ্বিন |
২১ |
মহম্মদ হাফিজ |
ক্যাচ ধোনি বল কুমার |
২৭ |
আসাদ শাফিক |
ক্যাচ ধোনি বল শর্মা |
৪১ |
মিসবা উল হক |
বোল্ড জাদেজা |
২২ |
শোয়েব মালিক |
এলবিডব্লিউ জাদেজা |
১৭ |
উমর আমিন |
নট আউট |
২৭ |
ওয়াব রিয়াজ |
বোল্ড অশ্বিন |
০ |
সইদ আজমল |
ক্যাচ রহিত শর্মা ব ইশান্ত |
৫ |
জুনেদ খান |
রান আউট (কোহলি) |
০ |
মহম্মদ ইরফান |
রান আউট (যাদব) |
০ |
|
অতিরিক্ত: ৩ |
ওভার- ৩৯.৪/৪০ উইকেট- ১০ |
১৬৫ |
ভারতের বোলিং স্কোর |
বোলার |
ওভার |
রান |
উইকেট |
ভূবেনশ্বর কুমার |
৮ |
১৯ |
২ |
উমেশ যাদব |
৬.৪ |
২৯ |
০ |
ইশান্ত শর্মা |
৭ |
৪০ |
২ |
আর অশ্বিন |
৮ |
৩৫ |
২ |
বিরাট কোহলি |
২ |
১১ |
০ |
আর জাদেজা |
৮ |
৩০ |
২ |
ভারত |
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, সুরেশ রায়না, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ইশান্ত শর্মা, বিনয় কুমার, উমেশ যাদব |
ব্যাটিং স্কোর |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
অতিরিক্ত: ৫ |
ওভার- ০ উইকেট- ০ |
০০ |
পাকিস্তানের বোলিং স্কোর |
বোলার |
ওভার |
রান |
উইকেট |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
First Published: Sunday, June 16, 2013, 12:07