এশিয়ার মহাযুদ্ধে ঘন ঘন উইকেট খুইয়ে চাপে ভারত

ভারত ২৪৫-- রায়াড়ুর ইনিংসে সম্মানরক্ষা, জাদেজার ইনিংসে লড়াইয়ে ফেরা-LIVE SCOREBOARD

ভারত ২৪৫-- রায়াড়ুর ইনিংসে সম্মানরক্ষা, জাদেজার ইনিংসে লড়াইয়ে ফেরা-LIVE SCOREBOARDএশিয়া কাপের কার্যত সেমিফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে ভারত স্বস্তিতে থাকল না। ২৪৫ রানের ইনিংস গড়ে কোহলির দল বিশেষ সুবিধায় থাকল না। কারণ ওয়ানডেতে এই রানটা এখন আর বিশেষ পাত্তা পায় না।

তবে পাক মিডল অর্ডার, ইতিহাস আর ঘূর্ণি পিচের ব্যাপরটা মাথায় রাখলে বলতে হবে ম্যাচ এখন ৫০-৫০।
১০০ রানের মধ্যে ভারতের চার উইকেট পড়ে যায়। তবে রায়াডু আর জাদেজার ইনিংস দলকে কিছুটা হলেও স্বস্তির জায়গায় নিয়ে যান। আজমল নেন ৩ উইকেট।
(লাইভ স্কোরবোর্ড নিচে)



First Published: Sunday, March 2, 2014, 17:20


comments powered by Disqus