আপাতত স্থগিত ভারত-পাক সিরিজ, India-Pakistan series postponed

আপাতত স্থগিত ভারত-পাক সিরিজ

আপাতত স্থগিত ভারত-পাক সিরিজআগামী বছর পাকিস্তান সফরে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। পুর্ব নির্ধারিত সুচি অনুযায়ী ওই সময় বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আগামী বছর ১২ মার্চ থেকে আরম্ভ হওয়া এই টুর্নামেন্ট চলবে ২২ তারিখ পর্যন্ত। সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারত-পাক সিরিজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  





First Published: Friday, December 16, 2011, 19:27


comments powered by Disqus