ধোনিদের শিবির বদলার `আগুনে` জমজমাট

ধোনিদের শিবির বদলার `আগুনে` জমজমাট

ধোনিদের শিবির বদলার `আগুনে` জমজমাটমুম্বইতে চলছে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি শিবির। অনুশীলন দেখেই পরিষ্কার বদলার সিরিজ নিয়ে বেশ মজে আছেন ধোনিরা। শনিবার এই শিবিরের দ্বিতীয় দিনে দলকে দীর্ঘক্ষণ অনুশীলন করান কোচ ডানকান ফ্লেচার। সকাল ১০টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত চলে অনুশীলন। এদিন ক্রিকেটারদের ফিটনেসের পাশাপাশি নেট প্র্যাকটিসের উপরও জোর দেন ফ্লেচার। সচিন, সেওয়াগ গম্ভীরদের ব্যাটিংয়ের ত্রুটিগুলি ধরে ধরে শুধরে দেন। টেস্টে ম্যাচের কথা মাথায় রেখেই ছয় ঘন্টা অনুশীলনের ব্যবস্থা হয়।

শুক্রবার কিছুক্ষণ বল করার পর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল জাহিরের। আর এরপরই জাহির খানের চোট নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যদিও তাতে জল ঢেলে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শনিবার অনুশীলনে দীর্ঘক্ষণ বল করেন জাহির খান। দলীয় সূত্রের খবর জাহিরের চোট গুরুতর নয়। প্রথম দিন বিমান বিভ্রাটের জন্য শিবিরে  যোগ না দিলেও এদিন অনুশীলনে যোগ দেন হরভজন সিং। তিন দিনের শিবির শেষ করে সোমবার আমেদাবাদ উড়ে যাবে ভারতীয় দল।

First Published: Saturday, November 10, 2012, 20:33


comments powered by Disqus