হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ভারত, ছিটকে গেল পাকিস্তান

হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ভারত, ছিটকে গেল পাকিস্তান

হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ভারত, ছিটকে গেল পাকিস্তানহকির বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ভারত। শুক্রবার এশিয়া কাপের সেমিফাইনালে মালয়েশিয়াকে দুই-শূন্য গোলে হারায় ভারত। এই জয়ের ফলে বিশ্বকাপের জন্য ছাড়পত্র পেল ভারত।

হকির বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জনই ছিল ভারতীয় দলের প্রধান লক্ষ্য। আর তাই এশিয়া কাপকে পাখির চোখ করেছিলেন রুপিন্দররা। শুক্রবার ভারতীয় দলের সেই লক্ষ্য পূরণ হল। এশিয়া কাপের সেমিফাইনালে মালয়েশিয়াকে হারানোর সঙ্গে-সঙ্গে বিশ্বকাপের জন্য ছাড়পত্র পেয়ে যায় ভারতীয় দল। ভারত জেতে ২-০ গোলে। ভারতের হয়ে এদিন গোল করেন রঘুনাথ এবং মনদীপ সিং।

গ্রুপ বি-তে অপরাজিতথেকেই ফাইনালে পৌঁছল ভারতীয় হকি দল। ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত। অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারায় দক্ষিণ কোরিয়া। সেমিফাইনালে হেরে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল পাকিস্তান। ১৯৭১ পর এই প্রথম বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারল না পাক দল।





First Published: Friday, August 30, 2013, 23:01


comments powered by Disqus