ক্যারিবিয়ান সফরে অপরিবর্তিত থাকল ভারতীয় দল

ক্যারিবিয়ান সফরে অপরিবর্তিত থাকল ভারতীয় দল

Tag:  team india
ক্যারিবিয়ান সফরে অপরিবর্তিত থাকল ভারতীয় দলওয়েস্ট ইন্ডিজে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য পনেরো জনের দল ঘোষণা হল ভারতীয় দলের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলই অপরিবর্তিত রাখা হয়েছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচে দুরন্ত পারফর্ম করা ভারতীয় দলে কোনও পরিবর্তন করার চেষ্টা করা হয়নি সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ত্রিদেশীয় সিরিজ শুরু ২৮ জুন। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও এই ত্রিদেশীয় সিরিজে খেলবে শ্রীলঙ্কা। প্রতিযগিতায় দুবার করে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলের পনেরো জন ক্রিকেটার হলেন-
 
মহেন্দ্র সিং ধোনি,বিরাট কোহলি,সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মুরলি বিজয়, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার,আর অশ্বিন, বিনয় কুমার, ইরফান পাঠান, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, উমেশ যাদব।

First Published: Monday, June 17, 2013, 16:57


comments powered by Disqus