Last Updated: January 31, 2013 18:31
ভারত-- ২৮৪/৬, ওয়েস্ট ইন্ডিজ-- ১৭৯
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতের মহিলা দল। শুধু জয় বললে ভুল হবে, বিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ শুরু করলেন ঝুলন গোস্বামীরা। বৃহস্পতিবার মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১০৫ রানে হারিয়ে দিল ভারতের মেয়েরা। এদিন ভারতকে জিতিয়ে আনার দুই নায়িকা থিরুশ কামিনি আর ঝুলন গোস্বামী।
মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচের শুরুটা ভালই হল ভারতের। প্রথমে ব্যাট করে ভারত তুলল ৬ উইকেটে ২৮৪। টসে হারের পর ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার দুর্দান্ত খেললেন।
ওপেনিং জুটিতে পুনম রাউত-থিরুশ কামিনি যোগ করলেন ১৭৫ রান। ৩৭ ওভারে প্রথম উইকেট হারানোর পর তিন নম্বরে নেমে ঝড় তুললেন ঝুলন গোস্বামী। বাংলার ঝুলন ২১ বলে ৩৬ রানের দারুণ একটা ইনিংস খেললেন। শেষের দিকে পরপর উইকেট পড়ে গেলেও ভারত ২৮৪ রানের ইনিংস গড়ল। মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামের পিচে যে রানটাকে বেশ বড় রান হিসাবেই দেখা হচ্ছে।
First Published: Thursday, January 31, 2013, 21:55