প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট ৩০৭

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট ৩০৭

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট ৩০৭ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির অনবদ্য পারফরম্যান্স দিনের শেষে ভাল জায়গায় রাখল ভারতকে। কোহলি ৫৮ রানে আউট হলেও পূজারা ১১৯ রানে অপরাজিত থাকেন। এটি পূজারার চতুর্থ টেস্ট সেঞ্চুরি। দিনের শেষ ভারতের স্কোর ৫ উইকেটে ৩০৭।

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও পরপর দুই ওপেনার গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেওয়াগের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। গম্ভীর ২২ ও সেওয়াগ ৪৭ রানে আউট হন। সচিন তেন্ডুলকরও দ্রুত ফিরে যাওয়ায় চাপ আরও বাড়ে ভারতের উপর। এই সময় দলের হাল ধরেন পূজারা ও কোহলি। দুজনে জুটিতে ১২৫ রান যোগ করে ভাল জায়গায় পৌঁছে দেয় দলকে।

First Published: Thursday, August 23, 2012, 18:32


comments powered by Disqus