ঘুস বিতর্কের কপ্টার চুক্তি বাতিল

ঘুস বিতর্কের কপ্টার চুক্তি বাতিল

ঘুস বিতর্কের কপ্টার চুক্তি বাতিলঘুষের লেনদেনের অভিযোগ ওঠায় অগাস্টা ওয়েস্টল্যান্ডের সঙ্গে ৩৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার সরবরাহের চুক্তিটি অবশেষে বাতিলই করে দিল ভারত। ফেব্রুয়ারি মাসে ডিলটি স্থগিত করেছিল কেন্দ্র।

আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির বৈঠকের পরই ২০১০-এর চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই চপারের দামের ৩০ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে। যে পর্যায়ে চুক্তিটি ফ্রিজ করা হয়েছিল, তখন আরও তিনটি হেলিকপ্টারের দাম দেওয়ার প্রক্রিয়াও চলছিল।

ঠিক ছিল, চুক্তি অনুযায়ী বিমানবাহিনীকে ১২টি চপার দেবে বিদেশি কোম্পানিটি। এ পর্যন্ত তারা সরবরাহ করেছে তিনটি চপার। কিন্তু এর মধ্যেই অভিযোগ ওঠে যে, চপার সরবরাহের বরাত আদায় করতে ৩৬০ কোটি টাকা ঘুষ দিয়েছেন অগাস্টা ওয়েস্টল্যান্ডের দুই শীর্ষকর্তা। ইতালিতে তাঁদের গ্রেফতারও করা হয়েছে। এই মামলায় অভিযোগের আঙুল ওঠে বিমানবাহিনীর প্রাক্তন প্রধান এস পি ত্যাগির দিকে। তিনি মামলার অন্যতম অভিযুক্ত।

First Published: Wednesday, January 1, 2014, 18:42


comments powered by Disqus