Last Updated: October 24, 2011 15:01

ইডেনে ইংল্যান্ডের সামনে দুশো বাহাত্ত রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। প্রথমে ব্যাট করে আট উইকেটে দুশো একাত্তর রান করে ভারত। টসে জিতে ইডেনে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ওপেনিং জুটিতে আশি রান যোগ করেন গম্ভীর আর অজিঙ্কা রাহানে। কিন্তু একইওভারে গম্ভীর আর ফর্মে থাকা কোহলিকে ফিরিয়ে দিয়ে ভারতীয় শিবিরে ধাক্কা দেন ফিন। পরের ওভারে প্যাভিলিয়ানে ফেরেন রাহানেও। এরপর ভারতীয় ইনিংসের হাল ধরেন রায়না আর মনোজ। জাতীয় দলের জার্সি গায়ে ইডেনে নিজের প্রথম ম্যাচে অবশ্য বড় রান পাননি বাংলা অধিনায়ক। চব্বিশ রানে আউট হন মনোজ। অপরাজিত রানের দুরন্ত ইনিংস খেলেন ধোনি।
First Published: Tuesday, October 25, 2011, 19:04