ডারবান থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট LIVE

ডারবান থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট LIVE

ডারবান থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট LIVEজো`বার্গে রুদ্ধশ্বাস টেস্টের পর আজ ডারবানে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নামল ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন ধোনি। মাত্র আট রানের জন্য প্রথম টেস্টে জয় হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার। তাই এই টেস্টে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ডে ভিলিয়ার্সরা। অন্যদিকে, ভারতও চাইছে বিশ্বের এক নম্বর টেস্ট দলকে হারিয়ে রামধনুর দেশে নিজেদের আধিপত্য কায়েম করতে।

ভারতীয় দলে অশ্বীনের বদলে এসেছেন জাদেজা। মর্নি মরকেলও দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।




First Published: Thursday, December 26, 2013, 13:38


comments powered by Disqus