মৃত পাক সেনার দেহ হস্তান্তর আজ

মৃত পাক সেনার দেহ হস্তান্তর আজ

মৃত পাক সেনার দেহ হস্তান্তর আজ গতকাল কাশ্মীরের নাউশেরা সেক্টর সীমান্ত পেরিয়ে চলে আসায় গুলি বিনিময়ে প্রাণ হারান এক পাক সেনা। মৃত জওয়ানের দেহ আজ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, একপ্রকার বাধ্য হয়েছে ওই পাক জওয়ানকে গুলি করতে হয়ছে। তাঁর দেহের কাছে একটি একে ৪৭ রাইফেলও পাওয়া যায়। দুই ভারতীয় জওয়ানও গুলি বিনিময়ে আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ভারতীয় সেনা আধিকারিকরা এও জানান, আজ বেলা ৩টে নাগাদ পূর্ণ মর্জাদার সঙ্গে মৃত জওয়ানের দেহ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। যদিও এই ঘটনায় পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ওই জওয়ান দুর্ঘটনাবসত সীমা পার করে ভারতে ঢুকে পড়নে।

First Published: Friday, February 15, 2013, 16:22


comments powered by Disqus