সাফ কাপের দ্বিতীয় ম্যাচ : প্রতিপক্ষ ভুটান

সাফ কাপের সেমিফাইনালে ভারত

সাফ কাপের সেমিফাইনালে ভারতসাফ কাপে দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারাল ভারত। এই জয়ের সঙ্গে সঙ্গেই সাফ কাপের সেমি ফাইনালে পৌঁছে গেল ভারত। খেলায় সুনীল ছেত্রী এবং ক্লিফোর্ড মিরিন্ডা দুটি করে গোল করেন। একটি গোল করেন রহিম নবি। শুরু থেকেই আক্রমণাত্বক ছিলও ভারত। এই আক্রমণেই চাপে পড়ে যায় ভুটানের রক্ষণ। সুনীল ছেত্রীকে আলাদা ভাবে মার্কিং করতে গিয়ে ভূটানের রক্ষণে বোঝাপড়ার অভাব ঘটে। দুর্বল রক্ষণের সম্পূর্ণ সদব্যাবহার করে ভারত।






First Published: Monday, December 5, 2011, 23:51


comments powered by Disqus