Last Updated: December 18, 2013 13:43
জোহানেসবার্গে দুরন্ত শতরান করলেন বিরাট কোহলি। দলের বিপর্যয়ের মাঝে লড়লেন কোহলি। শুরুতেই আউট হয়ে যান ভারতীয় দলের দুই ওপেনার। প্রথমে আউট হন শিখর ধাওয়ান। ব্যক্তিগত ১৩ রানের মাথায় স্টেইনের বলে আউট হন ধাওয়ান। এরপর ব্যক্তিগত ৬ কানের মাথায় আউট হন বিজয়। (নিচে দেখুন লাইভ স্কোরবোর্ড)
ভারতীয় একাদশ-- মুরলী বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, আর অশ্বিন, ইশান্ত শর্মা, জাহির খান, মহম্মদ সামি।
দক্ষিণ আফ্রিকা দল-- গ্রেম স্মিথ (অধিনায়ক), অ্যালিভিরো পিটারসেন, হাসিম আমলা, আলিভিরো পিটারসেন, জাক কালিস, এভি ডিভিলিয়ার্স, ফ্র্যাঙ্ক দু প্লেসিস, ডেল স্টেইন, মর্নি মর্কেল, ইমরান তাহির।
First Published: Wednesday, December 18, 2013, 19:57