সিরিজ জিততে ভারতকে করতে হবে ১৮৪

সিরিজ জিততে ভারতকে করতে হবে ১৮৪

সিরিজ জিততে ভারতকে করতে হবে ১৮৪জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে হল ভারতকে করতে হবে ১৮৪ রান। রবিবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল মাত্র ১৮৩ রানে। অমিত মিশ্র, মহম্মদ সামিদের সামনে ব্রেনডেন টেলরের দল কার্যত আত্মসমর্পণ করল। দিল্লি স্পিনার অমিত মিশ্রর বলের তো কোনও হদিশই পেলেন না জিম্বাবোয়ের অনভিজ্ঞ ব্যাটসম্যানরা।

অমিত একাই নিলেন ৪৭ রানে দিয়ে ৪ উইকেট। বাংলার পেসার মহম্মদ সামিও দারুণ বল করলেন। সামি ২৫ রান দিয়ে নিলেন দুটি উইকেট। জিম্বাবোয়ের হয়ে কিছুটা লড়াই করলেন সিন উইলিয়ামস (৪৫)।

First Published: Sunday, July 28, 2013, 15:53


comments powered by Disqus