মূল্যবৃদ্ধি রুখতে কী করবেন মোদী? তাকিয়ে গোটা দেশ

মূল্যবৃদ্ধি রুখতে কী করবেন মোদী? তাকিয়ে গোটা দেশ

মূল্যবৃদ্ধি রুখতে কী করবেন মোদী? তাকিয়ে গোটা দেশ নতুন সরকারের কাছে মানুষে প্রত্যাশা আকাশছোঁয়া। প্রথম দাবি খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। তার জন্য কী ব্যবস্থা নেবেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অর্থনীতিবিদদের দাওয়াই, জনপ্রিয় না হলেও কিছু কঠোর পদক্ষেপ। নরেন্দ্র মোদী কি হাঁটবেন সে পথে? সারা দেশকে সুদিনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদী।

সাধারণ মানুষের কিন্তু এখন সত্যিই বড় দুর্দিন। মোদী যে সরকারের ভার নিচ্ছেন অর্থনীতির কয়েকটি ক্ষেত্রে তার হাল খারাপ নয়। কিন্তু মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ জেরবার। উত্পাদন শিল্পে বৃদ্ধি সামান্য, ফলে কর্মসংস্থানের সুযোগও সীমিত। পেটের খাবারের দাম বেড়েই চলেছে, হাতে কাজ নেই- আপামর ভারতবাসীর আসল সমস্যা এটাই। দু হাজার পাঁচ ছয়ের তুলনায় দু হাজার বারো তেরোয় পাইকারি মূল্য সূচক একশো থেকে বেড়ে হয়েছে ১৭৫ মতো। বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্যমানে দেখা যাচ্ছে ওই সাত বছরে দাম বেড়ে হয়েছে দ্বিগুনের বেশি। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ মোদীর প্রথম চ্যালেঞ্জ।

গত দশ বছরে দেশে মাথাপিছু লভ্য খাদ্যশস্যের পরিমান কমেছে। দীর্ঘমেয়াদি ভিত্তিতে তার সমাধানের জন্য কী করতে পারেন মোদী? শক্তহাতে অর্থনীতির হাল ধরতে হলে আপাতদৃষ্টিতে জনপ্রিয় নয় এমন কয়েকটি সিদ্ধান্ত নিতে হবে নরেন্দ্র মোদীকে। বিপুল জনাদেশ পেয়ে জিতে আসা মোদী কী করবেন তাকিয়ে আছে সারা দেশ।

First Published: Wednesday, May 21, 2014, 22:22


comments powered by Disqus