Last Updated: November 22, 2011 14:22

মুম্বই টেস্টের দ্বিতীয়দিনেও ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা দাপট দেখালেন । গোটা দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে ব্যর্থ ইশান্ত, বরুনরা । দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর নয় উইকেটে পাঁচশ পঁচাত্তর রান। দুই উইকেটে দুশো সাতষট্টি রানের পুঁজি নিয়ে মাঠে নামেন সামিরা। দ্বিতীয় দিন ভারতের হয়ে প্রথম সাফল্য পান ইশান্ত শর্মা। এডয়ার্ডসকে ছিয়াশি রানে আউট করেন তিনি। ডোয়েন ব্র্যাভোর দুরন্ত ফর্ম মুম্বই টেস্টেও অব্যহত। ইডেনের পর ওয়াংখেড়েতেও তিনি শতরান পেলেন। একশ ছেষট্টি রান করে বরুন অ্যারনের বলে আউট হন তিনি। ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচকে ভাল ভাবেই কাজে লাগিয়েছেন ক্যারিবিয়ানরা। পাওয়েল এবং মার্লন স্যামুয়েল দুজনেই আউট হওয়ার আগে অর্ধশতরান পূর্ণ করেন।অশ্বিন চারটি এবং বরুন তিনটি উইকেট পান।
First Published: Wednesday, November 23, 2011, 19:19