India_West_Indies_One_day_match_1st

ভারত - ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচ লাইভ-প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানদের উড়িয়ে দিলেন কোহলিরা LIVE UPDATE

ভারত - ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচ লাইভ-প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানদের উড়িয়ে দিলেন কোহলিরা LIVE UPDATEটেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারানোর অভ্যাসটা ওয়ান ডে-তেও বজায় রাখল ধোনি বাহিনী। জাদেজা-রায়নার জোড়া স্পিনের ছোবলে মাত্র ২১১ রানেই গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের ইনিংস। ব্রাভো ও চার্লস ছাড়া কেউই মাথা তুলে দাঁড়াতে পারেন নি ভারতীয়দের বোলিং আক্রমণের সামনে। অন্যদিকে ব্যাট করতে নেমে ভারতীয়রা মাত্র ৩৬ ওভারে চার উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেন। নিচে দেখুন ভারত ওয়েস্ট ইন্ডিজের লাইভ স্কোরবোর্ড






First Published: Thursday, November 21, 2013, 20:28


comments powered by Disqus