Last Updated: September 15, 2012 16:02

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আয়োজক দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পাওয়ার পরও চিন্তায় ভারত। শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের গা ঘামানোর ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ধোনিরা। সেই ম্যাচে ২৬ রানের একটা তৃপ্তিদায়ক জয়ও পেল ভারত, কিন্তু কাঁটার মত বিঁধে থাকল গৌতম গম্ভীরের চোট। প্রথমে ব্যাট করতে নেমে বীরেন্দ্র সহবাগের সঙ্গে ওপেন করতে নামেন গৌতম গম্ভীর।
শুরুতেই বাউন্ডারি মারার পর হঠাত্ই লাসিথ মালিঙ্গার একটা ডেলিভারি হঠাত্ লাফিয়ে উঠে গম্ভীর কব্জিতে লাগে। যন্ত্রনায় লাফিয়ে ওঠার পর আর মাঠে নামেন নি গম্ভীর। পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই পুরো বিশ্বকাপেই খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থাকছে। ভারতীয় শিবিরের পক্ষ থেকে অবশ্য গম্ভীরের চোট নিয়ে কিছুই বলা হচ্ছে না।
গম্ভীরের চোট ছাড়া এ দিনের প্রস্তুতি ম্যাচটা অবশ্য ভারতের কাছে খারাপ গেল না। প্রথমে ব্যাট করে ধোনিরা তুললেন ১৪৬ রান। সহবাগ (১২), রায়না (১২), কোহলি (৮), যুবরাজ(১১)-দের ব্যর্থতা ঢাকলেন ধোনি, রোহিত শর্মা। ধোনি ৪২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। রোহিত শর্মা করেন ২৬ বলে ৩৭। ৫১ রানে ৪ উইকেট থেকে ভারতের রান দাঁড়ায় ১৪৬।
শ্রীলঙ্কার ইনিংসকে আবার মাথা তুলতে দেননি ইরফান পাঠান, লক্ষ্মীপতি বালাজি। পাঠান ২৫ রানে ৫ উইকেট নেন আর বালাজি ২৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শ্রীলঙ্কার ইনিংস ১২০ রানে শেষ হয়ে যায়।
First Published: Saturday, September 15, 2012, 16:02