Last Updated: November 28, 2011 16:32

টেস্ট সিরিজের পর, এবার একদিনের সিরিজেও আধিপত্য কায়েমের পথে ভারতীয় দল।
ধোনির অনুপস্থিতিতে ২০০৯ সালের পর, আবার টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে নেমেই জয়ের মুখ দেখলেন বীরেন্দ্র সেওয়াগ। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মঙ্গলবার কটকের বারাবাটি স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। রেকর্ড বলছে, আজকের ম্যাচটি ধরলে সেওয়াগের অধিনায়কত্বে সাতটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে ভারত। এদিনের জয়ের ফলে ১-০ ব্যাবধানে 'ওয়ান ডে সিরিজ'-এ এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল।
ভারতীয় শিবিরের অঙ্ক ছিল, কটকে বড় ভূমিকা নিতে পারে শিশির। তাই পূর্ব পরিকল্পনা মতোই এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সেওয়াগ। প্রথমে ব্যাট করতে নেমে ২১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬০ রান করেন ডোয়েন ব্র্যাভো.২১২ রানের মতো সহজ টার্গেট তাড়া করতে নেমেও কিন্তু ক্যারিবিয়ান বোলিংয়ের প্রবল প্রত্যাঘাতে যথেষ্ট নড়বড়ে দেখায় ভারতীয় শিবিরকে। ৫৯ রানে পড়ে যায় পাঁচ উইকেট।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম সেওয়াগ। রোহিত শর্মা ৭২ ও রবীন্দ্র জাদেজা ৩৮ রান করেন। বস্তুত রোহিত শর্মা-রবীন্দ্র জাডেজ জুটির ৮৩ রান জয়ের পথ প্রশস্ত করে। ম্যাচের সেরা হন রোহিত শর্মা। যদিও শেষ উইকেটে জুটিতে বরুণ অ্যারন, উমেশ যাদবের তোলা বহুমূল্য ১১ রান এবং রোহিত-বিনয় কুমার জুটিতে ওঠা ৪২ রানো জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
৫ বছর আগে এই বারাবটি স্টেডিয়ামে দু'দলের শেষ সাক্ষাতে মাত্র ১৮৯ করেও জিতেছিল ভারত। ক্যারিবিয়ানদের ভাগ্যটা কিন্তু তেমন সুপ্রসন্ন হল না আজ।
First Published: Tuesday, November 29, 2011, 23:56