Last Updated: October 23, 2011 00:36

পুরুষ তিরন্দাজ দল না পারলেও তেহরানে এশিয়ান তিরন্দাজ চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছে ভারতীয় মহিলা দল। চ্যাম্পিয়নশিপে চীনকে একশ নব্বই-একশ পচাত্তর ব্যাবধানে হারিয়ে এই পদক জেতেন দীপিকা কুমারিরা। এর ফলে ভারতীয় মহিলা দল কম্পাউন্ড এবং রিকার্ভ দুটো বিভাগে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। অন্যদিকে দলগত বিভাগে ইন্দোনেশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারতীয় পুরুষ তিরন্দাজ দল।
First Published: Sunday, October 23, 2011, 13:17