তেহরানে ব্রো়ঞ্জ দীপিকা কুমারিদের, India wins bronze in Tehran

তেহরানে ব্রোঞ্জ দীপিকা কুমারিদের

তেহরানে ব্রোঞ্জ দীপিকা কুমারিদেরপুরুষ তিরন্দাজ দল না পারলেও তেহরানে এশিয়ান তিরন্দাজ চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছে  ভারতীয় মহিলা দল। চ্যাম্পিয়নশিপে  চীনকে একশ নব্বই-একশ পচাত্তর ব্যাবধানে হারিয়ে এই পদক জেতেন দীপিকা কুমারিরা। এর ফলে ভারতীয় মহিলা দল কম্পাউন্ড এবং রিকার্ভ দুটো বিভাগে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। অন্যদিকে দলগত বিভাগে ইন্দোনেশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারতীয় পুরুষ তিরন্দাজ দল।
 

First Published: Sunday, October 23, 2011, 13:17


comments powered by Disqus