Last Updated: November 9, 2011 13:09

কোটলা টেস্ট জিতে নিল ভারত। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ধোনির দল। চতুর্থ দিনেই হয়ে গেল কোটলা টেস্ট ম্যাচের ফয়সালা। চতুর্থ দিনের শুরুতে এডওয়ার্ডসের বলে দ্রাবিড় আউট হওয়ার পর ভারতের হাল ধরেন সচিন ও লক্ষ্মণ। টেস্টে বাষট্টিতম অর্ধশতরান করার পর কোটলা অপেক্ষায় ছিল সচিনের শততম সেঞ্চুরির। কিন্তু শেষপর্যন্ত ছিয়াত্তর রানে বিশুর বলে এলবিডব্লুউ হন সচিন। কোটলা টেস্টে অনন্য কীর্তি হাতছাড়া হওয়ায়, কলকাতা এখন অপেক্ষায় সচিনের শততম সেঞ্চুরির জন্য। তবে লাঞ্চ বিরতির কিছু পরেই লক্ষ্মণ-যুবরাজ জুটির উপর ভরসা করে ম্যাচ জিতে নেয় ভারত।অর্ধশতরান করেন ভিভিএস লক্ষ্মণ। এই জয়ের কারণে সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারত।
First Published: Thursday, November 17, 2011, 13:55