চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জয়ী ভারত, India wins by 6 wickets in 4th ODI

চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জয়ী ভারত

চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জয়ী ভারতইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পথে আরও একধাপ এগোলো ভারত। মুম্বইতে কুকদের ছয উইকেটে হারিয়ে সিরিজে ৪-০ এগিয়ে গেল ধোনির দল। প্রথমে ব্যাট
করে ২২০ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন পিটারসন। অভিষেক ম্যাচেই বরুণ অ্যারন ৩ উইকেট পান। ৩ উইকেট নেন অশ্বিনও। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। কিন্তু রায়না আর কোহলির ১৩১ রানের পার্টনারশিপ ভারতের জয়ের লক্ষ্যে
পৌঁছে দেয়। রায়না ৮০ রানে আউট হলেও, কোহলি ধোনির সঙ্গে জুটি বেঁধে জয় এনে দেন। কোহলি অপরাজিত থাকেন ৮৬ রানে।

First Published: Sunday, October 23, 2011, 22:07


comments powered by Disqus