Last Updated: October 17, 2011 17:14

হায়দরাবাদের পর এবার দিল্লিতেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে আট উইকেটে কুকদের হারালেন ধোনিরা। দিল্লিতে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য দুশো আটত্রিশ রানের লক্ষ্য রাখে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে দুশো সাইত্রিশ রানে অল আউট হয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে উনত্রিশ রানে দুই উইকেট পড়ে গেলেও,কোহলি আর গম্ভীরেরর দুশো নয় রানের পার্টনারশিপ ভারতকে কোটলায় দুরন্ত জয় এনে দেয়। একশো বারো রানের নবদ্য ইনিংস খেলেন কোহলি। একদিনের ক্রিকেটে দিল্লির ব্যাটসম্যানের এটি সপ্তম শতরান। চুরাশি রানে অপরাজিত থাকেন গম্ভীর। সিরিজে দুই-শূন্যে এগিয়ে রইল ভারত।
First Published: Monday, October 17, 2011, 21:45