Last Updated: February 12, 2012 18:11

অ্যাডিলেডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারাল ভারত। এদিন ফরেস্ট এবং ডেভিড হাসির অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেটে ২৬৯ রান তোলে অসিরা। জবাবে ৬ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের পক্ষে গৌতম গম্ভীর সর্বোচ্চ ৯২ রান করেন।
এদিন শুরুতে অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যান পন্টিং, ওয়ার্নার ও ক্লার্ককে ক্রিজে জমে যাওয়ার আগেই ফিরিয়ে দেয় ভারত। যদিও এরপর জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ফরেস্ট ও হাসি। ব্যক্তিগত ৬৬ রানে ফরেস্ট এবং ৭২ রানে আউট হন হাসি। জবাবে ব্যাট করতে নেমে সেওয়াগ ও গম্ভীর শুরুটা ভালই করেন। তবে সেওয়াগ ও কোহলি অল্প ব্যবধানে ফিরে গেলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন গম্ভীর ও রোহিত শর্মা। রোহিত ৩৩ ও গম্ভীর ৯২ রানে ফিরে গেলে চাপে পড়ে যায় দল। এই সময় সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ধোনি। রায়না আউট হলেও দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন ধোনি।
First Published: Sunday, February 12, 2012, 18:16