Last Updated: July 28, 2013 22:26

দু্ই ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ জিতে নিল ভারত। রবিবার তৃতীয় একদিনের ম্যাচে জিম্বাবোয়ের বিরূদ্ধে ৭ উইকেটে জিতল বিরাট কোহলির ভারত। এদিন টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। মাত্র ছেচল্লিশ ওভারেই একশো তিরাশি রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে।
সাতচল্লিশ রানের বিনিময়ে চার উইকেট নেন অমিত মিশ্র। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ছত্রিশ ওভারেই তিন উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। শিখর ধাওয়ান পঁয়ত্রিশ ও রায়াডু তেত্রিশ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি আটষট্টি রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন অমিত মিশ্র।
First Published: Sunday, July 28, 2013, 22:26