Last Updated: October 25, 2011 21:56

ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশের বদলা ঘরের মাঠে নিল ভারতীয় দল।
ইডেনে কুকদের পঁচানব্বই রানে হারিয়ে পাঁচ-শূন্য ব্যবধানে একদিনের সিরিজ জিতে নিল ধোনির ভারত। প্রথমে ব্যাট করে আট উইকেটে দুশো একাত্তর রান করে ভারতীয় দল। ইডেন মাতান ধোনি। উনসত্তর বলে অপরাজিত পঁচাত্তর রানের অনবদ্য ইনিংস খেলেন মাহি। রাহানে বিয়াল্লিশ আর রায়না আটত্রিশ রানে আউট হন। ইডেনে জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচে মনোজ মারকুটে চব্বিশ রানে প্যাভিলিয়ানে ফেরেন। জবাবে শুরুটা অবশ্য দুরন্ত করেছিল ইংল্যান্ড। ওপেনিং জুটিতে একশো উনত্রিশ রান যোগ করেন কুক আর কেইসওয়েটার। কিন্তু স্পিনাররা আক্রমনে আসতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ড একশো ছিয়াত্তর রানে অলআউট হয় রানে। রবীন্দ্র জাদেজা চার উইকেট নেন। আর অশ্বিন পান তিনটি উইকেট।অল রাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন জাদেজাই। সিরিজের সেরা হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
First Published: Tuesday, October 25, 2011, 22:07