একদিনের সিরিজ ভারতের, India wins

একদিনের সিরিজ ভারতের

একদিনের সিরিজ ভারতেরটেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজও জিতল ভারত। ইন্দোরে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ১৫৩ রানে হারাল। বীরেন্দ্র সেওয়াগের বিধ্বংসী দ্বিশতরানের ইনিংসের জন্যই একটি ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ পকেটে পুড়ে নেয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বীরু। এই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং জুটি হিসাবে নামেন গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেওয়াগ। মাঠে নেমেই স্বমহিমায় দেখা গেল বিস্ফোরক এই জুটিকে। ক্যারিবিয়ান বোলারদের তুলোধোনা করে ওপেনিং জুটিতে একশ চিয়াত্তর রানের পার্টনারশিপ করেন দুজনে। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়না এবং সেওয়াগের পার্টনারশিপে ছিল ১৪০ রান। সব মিলিয়ে ভারত নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে চারশ আঠেরো রান করে। ৪১৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যান সামিরা। ক্যারিবিয়নদের ওপর পাহাড় প্রমাণ রানের চাপকে হাতিয়ার করে শুরু থেকেই চাপে রাখেন ভারতীয় বোলাররা। যার ফলে ২৫৬ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়। ভারতের হয়ে রাহুল শর্মা আর রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন। কোন প্রশ্ন না রেখেই ম্যাচের সেরা হয়েছেন বীরু। টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজও জিতল ভারত।


First Published: Thursday, December 8, 2011, 22:00


comments powered by Disqus