কলকাতায় ফিরলেন ভারতীয় তিরন্দাজরা

কলকাতায় ফিরলেন ভারতীয় তিরন্দাজরা

কলকাতায় ফিরলেন ভারতীয় তিরন্দাজরালন্ডনে তীরন্দাজি বিশ্বকাপ খেলে কলকাতায় ফিরল ভারতের পুরুষ ও মহিলা দল। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছে ভারতীয় তীরন্দাজি দল। রিকার্ভের ব্যক্তিগত বিভাগে দীপিকা কুমারি বিশ্বসেরা হয়েছেন। পুরুষদের দলগত রিকার্ভ বিভাগে রুপো জিতেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, তরুণদীপ রাই ও জয়ন্ত তালুকদার।

মঙ্গলবার দীপিকা বাদে বাকি সবাই ফিরেছেন কলকাতায়। অলিম্পিকের আগে বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে খুশি রাহুল। বিশ্বকাপে সাফল্যের পর এবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের টার্গেট, অলিম্পিকে কোয়ালিফাইং রাউন্ডে দুরন্ত পারফর্ম করা। ব্রিটেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ডের আগে নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নিতে তত্পর ভারতীয় তীরন্দাজরা। রাহুল, জয়ন্ত, তরুণদীপের পারফরম্যান্সে খুশি তাঁদের কোচ লিম্বারাম।

First Published: Tuesday, May 8, 2012, 22:08


comments powered by Disqus