Last Updated: March 19, 2012 22:41

ভারতীয় ফুটবলের উন্নতিতে এবার এগিয়ে এল সেনাবাহিনী। সোমবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সার্ভিসেসের প্রতিনিধি জানান,তারা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। রাজ্য সংস্থাগুলি চাইলে সেনাবাহিনীর পরিকাঠামো ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ফোর্ট উইলিয়াম স্টেডিয়ামেও ফুটবল ম্যাচ আয়োজন করতে পারে এআইএফএফ। ফেডারেশন প্রস্তাব করলে, প্রতিশ্রুতিমান ফুটবলারদেরও চাকরি দিতে চায় ভারতীয় সেনাবাহিনী। ক্রীড়া মহলসের ধারণা,ক ভারতীয় সেনাবাহিনীর পরিকাঠামো ব্যবহার করতে পারলে শারীরিক সক্ষমতাবৃদ্ধির বিষয়ে যথেষ্ট উপকৃত হবেন ফুটবলাররা।
First Published: Monday, March 19, 2012, 22:41