Last Updated: September 27, 2011 23:21

ভারতীয় তিরন্দাজ এবং জিমনাস্ট দের জগত্ জোরা খ্যাতি
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস সামিটে সংবর্ধিত হলেন তিরন্দাজ দীপিকা কুমারী এবং জিমনাস্ট আশীষ কুমার।
বর্ষসেরা পুরুষ এবং মহিলা খেলোয়াড় হিসাবে দুজনকে স্পিরিট অফ স্পোর্টিং অ্যাওয়ার্ডে ভুষিত করা হয়েছে ।
কমনওয়েলথ গেমসে দুটি সোনা জিতেছিলেন দীপিকা।
আশীষকুমার প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন।
First Published: Tuesday, September 27, 2011, 23:21