শহরে পৌঁছল ভারতীয় ক্রিকেট দল, Indian cricket team reach Kolkata

শহরে পৌঁছল ভারতীয় ক্রিকেট দল

শহরে পৌঁছল ভারতীয় ক্রিকেট দলধোনিদের সঙ্গেই মুম্বই থেকে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছয় ইংল্যান্ড দলও।মঙ্গলবার ইডেনে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচটি খেলা হবে।সিরিজে চার-শূন্যয় এগিয়ে আছে ধোনিবাহিনী।তাই কুকদের হোয়াইশ ওয়াশ করার লক্ষ্যে মঙ্গলবার মাঠে নামবে ধোনিবাহিনী।বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারী হোটেলে পৌঁছবেন ধোনি,কোহলিরা।যদিও আজ ইডেনে অনুশীলন করবে না কোন দলই।

First Published: Monday, October 24, 2011, 14:45


comments powered by Disqus