Last Updated: December 3, 2012 23:15

প্রায় এক মাস পর নামখানায় ফিরলেন বাংলাদেশে আটকে থাকা ছেচল্লিশজন মৎস্যজীবী।
গত ২৮ অক্টোবর কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় বেশ কয়েকটি ট্রলার। বাংলাদেশ সীমান্ত অতিক্রম করায় পাঁচই নভেম্বর ট্রলারগুলিকে আটক করে বাংলাদেশ পুলিস। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে তিনটি ট্রলার ও ছেচল্লিশ জন মতস্যজীবীকে মুক্তি দেয় বাংলাদেশ আদালত। তবে এখনও ২৬ জন মৎস্যজীবী ছাড়া পাননি। আটকে রয়েছে আরও দুটি ট্রলারও। আগামী ৫ ডিসেম্বর তাঁদের ফের আদালতে তোলা হবে।
First Published: Monday, December 3, 2012, 23:23