Last Updated: January 6, 2014 15:22

একেই বলে ভাগ্য। দুবাইয়ের লটারিতে (raffle in Dubai) বড় পুরস্কার জিতলেন ভারতের এক দরজি। ভাগ্যবানের নাম হল ফাসালুদ্দিন কুট্টিপালাক্কাল। ৩৩ বছরের এই দর্জি জিতলেন ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা (100,000 dirhams) এবং দুটি বিলাসবহুল গাড়ি।
কর্মসূত্রে ফাসালুদ্দিন থাকেন দুবাই। দশ বছরের ছোট সন্তানকে নিয়ে গিয়েছিলেন শপিং। সেখানেই শুনলেন `দুবাই শপিং ফেস্টিভ্যাল ২০১৪`-লটারি চলছে। সামান্য কিছু শপিংয়ের পর ১০ বছরের ছোট সন্তানকে দিয়ে কেটে ফেললেন টিকিট। ব্যস! বাকিটা শুধু এক দর্জির ভাগ্য পরিবর্তনের গল্প।
লটারিতে জেতা টাকা থেকে ২ লক্ষ টাকা দেবেন তাঁর দরিদ্র বন্ধুকে। টাকার একটা অংশ থেকে কেরালায় নিজের বাড়ি বানাবেন। বাকিটা সঞ্চয়। তবে দুটো গাড়ি কী করবেন সেটা এখনও ঠিক করেননি।
ভাগ্য খোলার আশায় ১০ বছর ধরে লটারির টিকিট কাটছেন ফাসালুদ্দিন। এই জন্য বাড়িতে ঝগড়ার মুখেও পড়তে হয়েছে তাঁকে, কিন্তু শেষ অবধি সেই লটারিই ভাগ্য ফিরিয়ে দিল তাঁকে।
First Published: Monday, January 6, 2014, 15:22