শুক্রবারেই আত্মপ্রকাশ দেশের সবথেকে কমদামী ট্যাবলেটের

শুক্রবারেই আত্মপ্রকাশ দেশের সবথেকে কমদামী ট্যাবলেটের

শুক্রবারেই আত্মপ্রকাশ দেশের সবথেকে কমদামী ট্যাবলেটেরউত্সবের মরসুমে সুখবর। বাজারে আসছে নতুন ট্যাব। পিপিপি মডেলে এই প্রথম দেশের সবথেকে কমদামী ট্যাবলেট আনতে চলেছে বিএসএনএল ও পেন্টা। সংস্থার দাবি, শুক্রবার থেকেই ট্যাবলেটগুলি বাজারে পাওয়া যাবে। বিএসএনএলের সমস্ত বিপণন কেন্দ্রগুলি থেকে এগুলি গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন। ট্যাবলেট পাওয়া যাবে চারটি মডেলে। সবথেকে কম দাম ৩,৯৯৯ টাকা। এরপর মডেল অনুযায়ী ১৪,৬৯৯ টাকা পর্যন্ত দাম রয়েছে।

বিএসএনএলের ব্রড ব্যান্ড পরিষেবা না থাকলে ৩,৯৯৯ টাকার ট্যাবলেটের সবমিলিয়ে খরচ পড়বে প্রায় সাড়ে সাত হাজার টাকা। তবে ব্রডব্যান্ড থাকলে আলাদা করে কোনও টাকা লাগবে না। প্রতিটি ট্যাবলেটের সঙ্গে একটি পাউচ ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে গ্রাহকদের । উত্সবের জন্য ১২৫ টাকায় টু জি এবং ১৫০ টাকায় থ্রিজি কানেকশন পাওয়া যাবে।

First Published: Thursday, October 4, 2012, 18:57


comments powered by Disqus