Last Updated: November 29, 2011 13:21

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন অসমীয়া সাহিত্যিক ইন্দিরা রাইসোম গোস্বামী। আজ সকালে গুয়াহাটি মেডিকাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। গত জুলাই মাস থেকে পক্ষাঘাতে আক্রান্ত এই সাহিত্যিক কিছুদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন। বহু উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধের লেখক ইন্দিরা গোস্বামী বরাবর মানুষের অধিকার রক্ষার দাবিতেই কলম ধরেছেন। পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কারও।
অসমে শান্তি প্রক্রিয়াতেও তাঁর অবদান কম নয়। তিনিই প্রথম উলফা-সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফাকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছিলেন। এর ফলেই ২০০৩ সালে শান্তি প্রক্রিয়ার জন্য পিপলস কনসাল্টেটিভ গ্রুপ গঠন করা হয়। এই গ্রুপের উপদেষ্টা ছিলেন ইন্দিরা গোস্বামী। তাত্ক্ষনিক ফল না মিললেও, অসমে শান্তি প্রক্রিয়ার সুচনায় তার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। উলফা নেতা পরেশ বড়ুয়াও তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
First Published: Tuesday, November 29, 2011, 17:25