দশমীতে উত্তর কলকাতায় ইন্দ্রনীল

দশমীতে উত্তর কলকাতায় ইন্দ্রনীল

দশমীতে উত্তর কলকাতায় ইন্দ্রনীলকাহানির ক্লাইম্যাক্সে দশমীর দিনে যবনিকা পড়েছিল ভিলেন মিলিন্দ দামজি `আকা` ইন্দ্রনীলের। তবে দশমীর সঙ্গে তাঁর সম্পর্কের শেষ হয়ে গেল, এমন ভাবার কোনও কারণই ঘটেনি। খুব তাড়াতাড়ি পুজোকে কেন্দ্র করে `দশমী` নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। বিপরীতে টলি-টিনসেল-এর হার্ট-থ্রব কোয়েল মল্লিক।

তবে থ্রিলার নয়। উত্তর কলকাতার `বিন্দাস বয়` অভি (ইন্দ্রনীল)-এর বাল্যবন্ধু কোয়েল পুজোতে বিদেশ থেকে কলকাতায় ফিরেছে। অভি সাইবার কাফের মালিক। তাঁদের পারস্পরিক সম্পর্কের সমীকরণ নিয়েই মজার ছবি হতে চলেছে `দশমী`। সিনেনাইন প্রযোজিত এই ছবির মূলত `হেপ জেনেরেশন`-এর প্রেমের গল্পই হতে চলেছে বলে খবর। পরিচালক সুমন মৈত্রর এটাই `ডিরেক্টোরিয়াল ডেবিউ`। যদিও এর আগে বিশাল ভরদ্বাজের সহকারী হিসেবে `মকড়ি` ও `মকবুল` এ কাজ করেছেন।

অটোগ্রাফে প্রথম বড় মাপের জনপ্রিয়তা পেলেও ভিলেন মিলিন্দ দামজির ভূমিকায় ইন্দ্রনীলের কাহানির পারফরম্যান্স সমালোচকদেরও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাফল্যে স্বভাবতই খুশী ইন্দ্রনীল জানিয়েছেন দর্শকদের এই প্রশংসায় তিনি অভিভূত।





First Published: Friday, March 30, 2012, 21:31


comments powered by Disqus