অবশেষে শিশুমৃত্যুর ঘটনা কবুল করল বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষ, infant death in burdwan hospital

অবশেষে শিশুমৃত্যুর ঘটনা কবুল করল বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষ

অবশেষে শিশুমৃত্যুর ঘটনা কবুল করল বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষঅবশেষে ঘটনার চব্বিশ ঘণ্টা পর একই দিনে বারোটি শিশুমৃত্যুর কথা স্বীকার করলেন বর্ধমান জেলা হাসপাতালের ডেপুটি সুপার। সেই সঙ্গে জেলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার পরিপ্রক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করছে বলেও জানালেন তিনি। এক দিনে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটে বর্ধমান জেলা হাসপাতালে। চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে সরব হন রোগীর পরিবারের লোকজন। ঘটনার চব্বিশ ঘণ্টার পর এক দিনে বারোটি শিশুমৃত্যুর কথা স্বীকার করলেন বর্ধমান জেলা হাসপাতালের ডেপুটি সুপার।


First Published: Friday, October 28, 2011, 23:01


comments powered by Disqus