Last Updated: July 22, 2013 09:13
রাজ্যে আজ চতুর্থ দফার নির্বাচন। ভোট হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায়। প্রথম তিন দফায় ভোট হওয়া নটি জেলায় বিক্ষিপ্ত সন্ত্রাসের ছবি দেখেছে রাজ্যবাসী। প্রাণও গেছে বেশ কয়েকজনের। চতুর্থ দফা ভোটের আগেই অবশ্য শুরু হয়ে গেছে সন্ত্রাস। মুর্শিদাবাদ, মালদা থেকে এসেছে হিংসার খবর। মুর্শিদাবাদে ইতিমধ্যে প্রাণ গেছে তিন কংগ্রেস কর্মীর। প্রথম তিন দফায় কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয়েছিল। আজকের ভোটেও তার অন্যথা হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের। কেমন হচ্ছে আপনার এলাকার ভোট? জানান আমাদের। জানান সবাইকে। কমেন্ট করুন আমাদের পেজে।
কেমন হচ্ছে পঞ্চায়েত ভোট। ফোন করুন ২২৩৪-২৪২৪ ও ৩৯১৪-০১১২ নম্বরে।
First Published: Monday, July 22, 2013, 13:28