Last Updated: March 30, 2013 22:29

শিল্পের স্বার্থে এগিয়ে আসতে হবে সরকারকেই। কারণ, তার সঙ্গে জড়িয়ে রয়েছে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রশ্ন। সেজ নিয়ে রাজ্যের অনড় অবস্থানকে এভাবেই কাঠগড়ায় তুলল ইনফোসিস।
গত দুবছরে দুপক্ষের মধ্যে একাধিক বৈঠকেও রাজারহাটে ইনফোসিসের প্রকল্প ঘিরে জট কাটেনি।
বণিকসভা সিআইআই -র মঞ্চে আরও একবার পাশাপাশি ইনফোসিস কর্তা এবং শিল্পমন্ত্রী। স্বভাবতই উঠল রাজারহাটের ইনফোসিসের প্রকল্পের ভবিষ্যত প্রসঙ্গ।
ইনফোসিস কর্তৃপক্ষের পাল্টা দাবি, উন্নয়ন-কর্মসংস্থানের প্রশ্নে শিল্পের বিকাশে গুরুত্ব দিতে হবে সরকারকে।
প্রতিযোগিতার বাজারে সেজ ছাড়া তাঁদের যে রাজারহাটে প্রকল্প করা কার্যত অসম্ভব, সে কথা ফের বুঝিয়ে দিয়েছেন ইনফোসিস কর্তা।
তবে দুপক্ষই আলোচনার দরজা খোলা রাখতে চাইছে। কিছুদিনের মধ্যেই ফের বৈঠকে বসছে সরকার এবং ইনফোসিস।
First Published: Saturday, March 30, 2013, 22:29